করোনা আক্রান্ত সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার (১৬ জুন) আইইডিসিআর থেকে মোবাইলে স্যারের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়েছে। স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। স্যার এখন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। আমরা এখন সিএমএইচ-এ নিয়ে যাওয়ার কথা ভাবছি।
হাদ মো. সাঈদ হায়দার জানান- গতকাল সোমবার (১৫ জুন) তাকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে তার ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন নেগেটিভ।
মৌলভীবাজার থেকে ছয়বারের এমপি নির্বাচিত হন উপাধ্যক্ষ আবদুস শহীদ। তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন।
এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন