সীমান্তে সংঘর্ষ: চীনের ৫, ভারতের ৩ সেনা নিহত

চীন-ভারত সীমান্তের লাদাখ অঞ্চলে উভয় পক্ষের সংঘর্ষে ভারতের তিন ও চীনের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) মধ্যরাতে লাদাখে দুদেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহত ভারতীয় সৈন্যদের মধ্যে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা এবং দুজন জওয়ান রয়েছেন। চীন সরকারের মুখপত্র হিসেবে পরিচিত রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু জিজিন এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি যা জানি তা হলো- গালওয়ান উপত্যকার শারীরিক সংঘাতে চীনা সৈন্যও হতাহত হয়েছেন।
রাষ্ট্রীয় এই দৈনিকের সম্পাদকের হুমকির সুরে টুইটে বলেছেন, আমি ভারতীয় পক্ষকে বলতে চাই, অহংকারী হবেন না এবং চীনের সংযত হওয়াকে দুর্বলতা হিসেবে ভাববেন না। ভারতের সঙ্গে সংঘাত চায় না চীন। তবে আমরা এটা নিয়ে কোনো ভয় পাই না।
গ্লোবাল টাইমসের প্রধান প্রতিবেদক এক টুইট বার্তায় চীন-ভারত সংঘর্ষে হতাহতের সংখ্যা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, প্রতিবেদন বলছে- গতকাল চীন-ভারত সীমান্তে সংঘাতে পিপলস লিবারেশন আর্মির ৫ সৈন্য নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে জানায়, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল। সে সময় দুপক্ষের সৈন্যদের মধ্যে তীব্র শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দেশের বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়েছেন।
ভারতীয় জ্যেষ্ঠ এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, গোলাবর্ষণে নয় বরং পাথর নিক্ষেপ এবং লাঠির আঘাতে ভারতীয় সৈন্যরা মারা গেছেন। উত্তেজনা প্রশমনে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী এ দুই দেশের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা মঙ্গলবার লাদাখে বৈঠক করেছেন।
ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে প্রবেশের অভিযোগ এনেছে বেইজিং। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান বলেছেন, ভারতীয় সৈন্যরা সোমবার অন্তত দুবার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের পর চীনা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যে কারণে দুপক্ষের সৈন্যদের গুরুতর শারীরিক সংঘাত হয়েছে।
সৈন্যদের সীমান্ত অতিক্রম এবং সংঘাতে জড়ানোর এ ঘটনায় দিল্লির কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বেইজিং। তিনি আরও বলেন, আমরা আবারও আন্তরিকভাবে অনুরোধ করছি, বর্তমান দৃষ্টিভঙ্গি বদল করে ভারত তাদের সম্মুখ সারীর সৈন্যদের সংযত রাখবে।
চীনা এই কর্মকর্তা বলেন, সীমান্ত অতিক্রম করবেন না, ঝামেলা বাড়ানোর উসকানি দেবেন না। সীমান্ত পরিস্থিতি জটিল করে তোলে এমন কোনো এক পাক্ষিক ব্যবস্থা গ্রহণ করবেন না।
গত কয়েক সপ্তাহ ধরে হিমালয় অঞ্চলের গালওয়ান উপত্যকায় প্রতিবেশী এ দুই দেশের সৈন্যরা পরস্পরের ভূখণ্ডে অনুপ্রবেশের পাল্টাপাল্টি অভিযোগ এনে মুখোমুখি অবস্থান নিয়েছে। উভয় দেশের সৈন্যরা কিছুদিন আগেও একবার শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সূত্র : এনডিটিভি
এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ