করোনা: নরসিংদীতে আরও ৩০ জন শনাক্ত

corona virus করোনা

নরসিংদীতে নতুন করে আরও ৩০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৭ জনে।

বুধবার (১৭ জুন) সকালে নরসিংদী সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানান, নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে ১৩ জন সদর উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ৬ জন মনোহরদী উপজেলার, ৫ জন শিবপুর উপজেলার, একজন বেলাব উপজেলার ও ৩ জন রায়পুরা উপজেলার।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৭ জনের, ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ১৩৯ টি নমুনার। তার মধ্যে মোট ১ হাজার ১১৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৫৬ জন, পলাশে ৯৭ জন, শিবপুরে ৮৩ জন, রায়পুরাতে ৭৯ জন, বেলাবোতে ৫৭ জন ও মনোহরদী উপজেলার ৪৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৫৬৪ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৪৯৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২১ জন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলা এলাকার ১২ জন, বেলাব উপজেলায় ৩ জন, রায়পুরায় ৩ জন, পলাশে একজন, মনোহরদীতে একজন ও শিবপুরে একজন।

এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ

আরও সংবাদ