বালাগঞ্জে অন্যের জমি জোর পূর্বক দখলের চেষ্টা থানায় জিডি

বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামের কলসুমা বেগম নামের এক মহিলার স্বামীর মৌরসি ও খরিদা সূত্রে পাওয়া ভূমি পার্শ্ববর্তী বাড়ির লোকজন জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যপারে কলসুমা বেগম নামের ওই মহিলা মঙ্গলবার (১৬ জুন) বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জি.ডি) করেছেন। জিডি নম্বর- ৫১৩, তারিখ- ১৬.০৬.২০২০ ইং।

জিডি সূত্রে জানা যায়, স্থানীয় মুসলিমাবাদ গ্রামের মৃত মির্জা লবাক মিয়ার ছেলে মির্জা আনা মিয়া (৫০) ও মির্জা শামীম (৪৭), মৃত আরশাদ আলীর ছেলে মির্জা মজম্মিল মিয়া, মৃত ইরফান আলীর ছেলে মির্জা আব্দুল হক (৫৫) একই এলাকার কলসুমা বেগমের স্বামীর মৌরসি ও খরিদা সূত্রে পাওয়া ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে।
জানা যায়, কলসুমা বেগম নামের ওই মহিলার স্বামী দীর্ঘদিন যাবত তাদের বাড়ির পাশের মৌরসি ও খরিদা সূত্রে পাওয়া জমিতে বিভিন্ন ফসল চাষ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি উপরে উল্লেখিত ব্যক্তিগণ ওই জমি তাদের বলে দাবি করছেন। এমনকি ওই মহিলার স্বামীকে জমির দখল থেকে সরিয়ে দিতে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরই অংশ হিসিবে বিগত ২৬ মে সকাল আনুমানিক ১০ টার দিকে উপরে উল্লেখিত ব্যক্তিগণ জমি দখল করতে যান। এসময় কলসুমা বেগম তার পরিবারের অন্য লোকজন তাদেরকে জমি দখলে বাধা-নিষেধ করতে গেলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ ঘটনার বিষয়ে স্থানীয় মুরুব্বীয়ান সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার উদ্যোগ গ্রহন করা হলে উপরে উল্লেখিত ব্যক্তিগণ তাতে রাজি হননি।

পরে, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১০ টার দিকে পূনরায় একই জমি দখলের চেষ্টায় পাকা খুঁটি ও বেড়া দিতে আসে উপরে উল্লেখিত ব্যক্তিগণ।
এসময় ওই মহিলা ও তার পরিবারের লোকজন আবারো বাধা-নিষেধ করলে উপরে উল্লেখিত ব্যক্তিগণ তাদেরকে গালিগালাজ করেন।
এসময় উপরে উল্লেখিত ব্যক্তিগণ তাদেরকে বিভিন্ন ভাবে ক্ষতিসাধনের হুমকি প্রদান করে।

এ বিষয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ব্যপারে কলসুমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এশিয়াবিডি/কামরান/তারেক

আরও সংবাদ