কবরস্থান দখলমুক্ত চায় তারা!

কবর স্থান দখলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর মানববন্ধন। ছবি:: এশিয়াবিডি।

ঠাকুরগাঁওয়ে কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে একটি গ্রামের স্থানীয় সাধারণ মানুষরা।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সদর উপজেলার রায়পুর ফুটানীবাজারে বেংরোল গোরস্থান রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার নারী-পুরুষ সবাই অংশ নেয়।

এ সময় গ্রামের যুবক ও মুরব্বিরা বক্তব্য প্রদান করেন৷ বক্তারা বলেন, রায়পুর ইউনিয়নে প্রায় দুইশো বছরের পুরনো ৩ টি কবরস্থান দখল করে নিচ্ছে ভূমিদস্যু চক্র। ইতোমধ্যে ৩ টি কবরস্থান দখল করে গাছ রোপন ও হালচাষ করে দেয় ওই চক্র। এ অবস্থায় চরম উত্তেজনা বিরাজ করছে বেংরোল গ্রামে। এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

অবিলম্বে এ অপতৎপরতা বন্ধ করা না হলে কবরস্থান ৩টির অস্তিত্ব বিপন্নের আশংকা স্থানীয়দের।

এশিয়াবিডি/ আরিফ/ মুবিন

আরও সংবাদ