ময়মনসিংহে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী তুলে দিয়েছেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলা বেডমিন্টন কর্ণারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী হিসেবে বাইসাইকেল, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
এছাড়া কালচারাল প্রোগ্রামের জন্যে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সেন্ট মেরিজ উচ্চ বিদ্যালয়ে দুটি হারমোনিয়াম প্রদান করা হয়।
হারমোনিয়াম গ্রহণ করেন লেখক ও কবি জেমস জর্নেশ চিরান ও সেন্ট মেরিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলি রাকসাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভদ্র ম্রং, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।
অন্যান্যদের মাঝে এসিল্যান্ড তানভির আহমেদ, পৌর মেয়র খাইরুল আলম ভুঁইয়া খুররম, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, ওসি মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
এশিয়াবিডি/এসএইচ/জাকারিয়া