বিশেষ ফ্লাইটে স্পেনে গেলেন ২৭৩ প্রবাসী

করোনাভাইরাস সংক্রমণের আগে বাংলাদেশ ভ্রমণে এসে আটকা পড়া স্পেনের রেসিডেন্ট কার্ডধারী ২৭৩ প্রবাসী বাংলাদেশি আজ শুক্রবার মাদ্রিদের উদ্দেশে দেশ ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকা ছেড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার তথ্যটি নিশ্চিত করেছেন।

তাহেরা খন্দকার বলেন, ‘আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিমানের বিশেষ একটি ফ্লাইটে ২৭৩ প্রবাসী বাংলাদেশি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদ্রিদের উদ্দেশে যাত্রা শুরু করে‌।’

করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকা পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে বেশিরভাগেরই অনেক আগেই ছুটি শেষ হয়ে গেছে। ছুটি শেষ হওয়া এসব প্রবাসী বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যার যার গন্তব্যে পৌঁছাতে আবেদন করেন।

জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনস স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেখানে নিয়ে গেছে।

এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ

আরও সংবাদ