করোনাকালে আত্মীয়স্বজনদের সাথে দেখা করতে কানাডা যাচ্ছেন হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল শুক্রবার (১৯ জুন) ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে রওনা হন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা হানিফ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তাঁর।
বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও করোনা পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তাঁর ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
সূত্রঃ প্রথম আলো
এশিয়াবিডি/ডেস্ক/ মুবিন