রাজনগরে আরোও এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

মৌলভীবাজারের রাজনগরে আরােও একজন করােনায় আক্রান্ত হয়েছেন । তিনি সােনালী ব্যাংক রাজনগর শাখার একজন কর্মকর্তা ।

রবিবার ( ২১ জুন ) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা . বর্ণালি দাশ ।

আক্রান্ত ব্যাক্তি রাজনগর সদর ইউনিয়নের উপজেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে বসবাস করেন । স্থানীয় প্রশাসন তার বাসা লকডাউন করেছে ।

এর আগে গত ১১ জুন সােনালী ব্যাংকের একই শাখায় কর্মরত আরেক ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হন ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ