ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট, চট্টগ্রাম
সিলেট অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়।
আজ রোববার (২১ জুন) বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প।
জানা গেছে, ভারতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাবে সিলেট অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পার্শ্ববর্তী দেশ ভারতের মিজরাম এলাকায়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৫ দশমিক ১।
এদিকে ভূকম্প শুরু হওয়ার পর সিলেট নগরের বিভিন্ন বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের উপজেলাগুলোতে মৃদু ভূমিকম্প হয়েছে।
রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৬ মিনিটে মহানগরীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে বলা হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। চট্টগ্রাম থেকে ২২১ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মিজোরাম রাজ্যের আইজলে এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ