রাজনগরে আরোও ৩ জন করোনা আক্রান্ত
মৌলভীবাজারের রাজনগরে আরোও ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন রাজনগর সদর ইউনিয়নের এবং একজন রাজনগরে করোনা টেস্টের নমুনা দিয়ে করােনা পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি মৌলভীবাজার সদর উপজেলায় বসবাস করছেন। রাজনগরে নমুনা দেয়ার ফলে ঐ ব্যক্তিকে রাজনগরের হিসাবেই অন্তর্ভুক্ত করা হবে বলে জানা যায়। তার স্বাস্থ্য সম্পর্কিত বিষয় তত্ত্বাবধানের জন্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হবে।
আজ সােমবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাস এশিয়াবিডিকে এই তথ্য নিশ্চিত করেন।
রাজনগর সদর ইউনিয়নের নতুন আক্রান্ত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের মধ্যে একজন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান