কবিতাঃ পথের পানে চেয়ে
পথের পানে চেয়ে
মরিয়ম বেগম মুন্নি
জানিনা কি ভুল ছিল আমার
প্রতিটি মুহূর্তে,
জানিনা কোন ভালো লাগায়
ছুঁয়ে ছিল মন।
তোমার মধ্যে করতে বসত
মন উচাটন সারাটি ক্ষণ ,
তুমি আমার প্রাণের মানুষ
চির আপন।
তুমি হাত বাড়িয়ে ডেকেছিলে
তোমার বাড়ি,
আর নিরবে ভেবেছিলে
করবে আড়ি।
আমি আজও ভাবি
দুঃস্বপ্নের ভেলায় ভেসে,
চুপিসারে দেখব তোমায়
নিরবে ভালবেসে।
তুমি আকাশ পথে এসে
মেঘের ভেলায় ভেসে,
আমি লাল শাড়িতে থাকব বসে
পথের পানে চেয়ে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান