করোনা: রেলের ক্ষতি তিন’শ কোটি টাকা
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির এসময়টাতে রেল সেক্টরে প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান রেলপথ মন্ত্রী।
নূরুল ইসলাম সুজন বলেন, গত ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৭ দিন করোনা পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩০০ কোটি টাকার রাজস্ব আয় হ্রাস পেয়েছে। বর্তমানে সীমিত পরিসরে ট্রেন পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের রাজস্ব ক্ষতি পূরণ ও জনগণের সেবা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে চার জোড়া পার্শ্বেল ট্রেন এবং আম লিচুসহ অন্য কৃষিপণ্য পরিবহনের জন্য সম্প্রতি ম্যাঙ্গো স্পেশাল নামে আরও একটি পার্শ্বেল ট্রেন পরিচালনা করা হচ্ছে। করোনা মহামারি উত্তীর্ণ হলে সরকারের রাজস্ব ক্ষতি পূরণের জন্য অন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান রেলপথ মন্ত্রী।
এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ