মৌলভীবাজারে করোনা আক্রান্ত বেড়ে ৩৫৫, নতুন ২৩
মৌলভীবাজারে আজ নতুন করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে মোট ৩৫২ জনে। আক্রান্তরা বেশীরভাগই মৌলভীবাজার সদর উপজেলার।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
আজকের ২৩ জনের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১১ জন ।
এর আগে গতকাল জেলায় আক্রান্ত হন ৪৮ জন। তাদের মধ্যে সদরে ১৯ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, জুড়ীতে ৩ জন, কমলগঞ্জে ৭জন, শ্রীমঙ্গলে ৫ জন এবং বড়লেখায় ৮ জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন এবং মারা গেছেন ৪ জন।
এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ