করোনা: সিলেট বিভাগে আক্রান্ত ৩৫০০ ছাড়িয়েছে

সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে সিলেটে ১ হাজার ৯৪৪ জন, সুনামগঞ্জে ৮৬৮ জন, হবিগঞ্জে ৪৬৪ জন এবং মৌলভীবাজারে ৩৫৫ জন।

বুধবার (২৪ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। এ পর্যন্ত বিভাগের চার জেলায় মারা গেছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জের ৫ জন।

সিলেটে গত ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এর পর থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮১৪ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ২৭১ জন, হবিগঞ্জে ১৮২ জন, সুনামগঞ্জে ২৩০ জন এবং মৌলভীবাজারের ১৩১ জন।

সিলেটে দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে সিলেট জেলা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা করা হয়। আর মৌলভীবাজার ও হবিগঞ্জের নমুনা ঢাকার ল্যাবে পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন ডা. আনিসুর রহমান।

তিনি আরো জানান, এ পর্যন্ত বিভাগের চার জেলায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭০ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১১৫ জন, হবিগঞ্জে ৫৭ জন এবং মৌলভীবাজারে ৭ জন।

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সিলেট বিভাগের চার জেলাকেই রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কয়েকটি রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সিলেট সিটিসহ জেলায় রেড জোন এলাকা চিহ্নিত করা হলেও এখনো সাধারণ ছুটির নির্দেশনা আসেনি।

 এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ

আরও সংবাদ