করোনা: দোয়ারাবাজারে নতুন একজন সহ চার জন আক্রান্ত

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন ১ জন সহ এনিয়ে ৪ জন করোনা সনাক্ত হয়েছে।

উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের আব্দুল হান্নান আকাশ, করোনার উপসর্গ থাকায় নরসিংপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেম্পুল টেষ্ট করা হলে ২৪ বুধবার করোনা পজেটিভ আসে। তিনি এখন নিজ বাড়িতে আইসোলেশন আছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা নামক সংক্রমণ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে অধিক মাত্রায় সচেতনতা পুঁজি করতে হবে।

তিনি আরও বলেন, আমাদেরকে যুদ্ধ করতে হবে, তবে সে যুদ্ধটা হবে সচেতনতার যুদ্ধ। তিনি বলেন, সরকার দিনমজুর অসহায় খেটে খাওয়া সকল মানুষকে আর্থিক খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তার একমাত্র কারণ মানুষকে করোনা থেকে রক্ষা করা। কিন্তু দেশের মানুষ যদি সচেতন না হয়, তাহলে করোনার পরিধী বিকট আকার ধারণ করতে পারে। তাই আমাদের এখন থেকে সচেতন হওয়া সময়ের দাবি বলে আমি মনে করি।

এশিয়াবিডি/এসএইচ/ইসমাইল

আরও সংবাদ