কবিতাঃ আপন ঘর
আপন ঘর
মরিয়ম বেগম মুন্নি
অবাক চোখে হাবুল দেখে শূন্যে ভাসছে পা
শরীর তাহার জীর্ণ প্রায় মাটিতে লুটেছে গা।
চক্ষু মেলিয়া দেখিল চাহিয়া এ কোন স্তব্ধ দেশ
জনমানবহীন চারপাশ তাকে ঘিরিয়া রেখেছে বেশ।
লতাপাতা তার অঙ্গে জড়ানো জীর্ণ সাদা কাপড়
প্রিয়জন তাহার কোথায় আছে কে জানে তাদের খবর।
সাদা কাপড়ের আলিঙ্গন ছেড়ে চলিল নিজ বাড়ি
দেখিল সেখানে অপলক চেয়ে অচেনা এক নারী।
হঠাৎ দেখে বড় বেটা তার ফিরেছে ক্লান্ত হয়ে
অচেনা মেয়েটি দৌড়ায়ে এলো জলের পাত্র নিয়ে।
খুঁজতে গেল তাহার বিবিকে কোথায় সে আছে পড়ি
যে বিবি বলত তোমার আগে আমিই যেন মরি।
হাবুল দেখিল বিবি যে তাহার কাটিছে বসিয়া মাছ
বিবির চোখে তাহার জন্য দেখেনি দুঃখের আঁচ ।
ভুলিয়া তাহারে সকলে মিলিয়া কাটাইছে দিনকাল
অযথা হাবুল ভাবিয়া তাদের কি করেছে নিজের হাল।
এই ধরাতে সবাই আছে যে যার মতো,আছে খুশিতে বেশ
যে চলে গেছে তাহার স্মৃতি ধুয়ে মুছে হবে শেষ।
নিজের ভুল সে নিজেই বুঝেছে করিয়া সময় ব্যয়
এ জগতে হায় কেউ কারো নয় অবশেষে পরাজয়।
পিছু টান সব পিছনে ফেলিয়া হাবুল লাগাইল হাঁটা
বিধাতা কপালে লিখিয়াছেন যা ঘটবে তবে সেটা।
নিয়তির কাছে হার মেনে সে ফিরিল আপন ঘর
মানব জীবনে কবর আপন, বাকি সবই পর।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান