আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মৃত্যু

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা পিএবি সড়কে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন (৪৩) মারা গেছেন। দুর্ঘটনার তিন দিন পর আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তিনি মারা যান। নিহত গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ শে জুন দুপুর সাড়ে ১২ টার দিকে ব্যবসায়িক কাজে তিনি ফকিরনির হাঁটে যান। সেখানে রাস্তা পারাপারের সময় সিএনজির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে তিনি মারা যান।

মোহাম্মদপুর গ্রামের ইউপি সদস্য মোঃ সাদ্দাম ভোর চারটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোঃ গিয়াস উদ্দিন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার তিন ছেলে ও এক মেয়ে রেখে যান।

এশিয়াবিডি/কামরান/জাহিদ 
আরও সংবাদ