কক্সবাজার থেকে পায়ুপথে ইয়াবা পাচার: যুবক আটক

কক্সবাজার থেকে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মুজাফরাবাদ এলাকা থেকে ১ হাজার ৪’শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

আটক মো. রাছেল (২১) জামালপুর জেলার ইসলামপুর থানার পৌরচর এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।

আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে পটিয়া মুজাফরাবাদ এলাকা থেকে পায়ুপথে লুকানো ১ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক হুমায়ুন কবীর খন্দকার পূর্বকোণকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মুজাফরাবাদ এলাকায় শ্যামলী বাসে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক এক ব্যক্তির দেহ তল্লাশি করলে সে জানায় পায়ুপথে ইয়াবা আছে। পরে তার কাছ থেকে ১ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত রাছেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কক্সবাজার হতে ইয়াবা নিয়ে জামালপুর নিয়ে বিক্রি করে এবং সে নিজেও নিয়মিত ইয়াবা সেবন করে।
আটককৃত যুবকের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানান ওসি বোরহান উদ্দীন।

এশিয়াবিডি/কামরান/আরাফাত
আরও সংবাদ