সৌদি আরবে কানাইঘাটের ৮ রেমিটেন্স যোদ্ধার মৃত্যু : পরিবারে শোকের মাতম
সিলেটের কানাইঘাট উপজেলার ৮ জন রেমিটেন্স যোদ্ধা গত ১৫ দিনে সৌদি আরবে করোনা ভাইরাস সহ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে মৃত ব্যক্তিদের পরিবারিক সূত্রে জানা গেছে। জানা যায়, কানাইঘাট উপজেলার এসব রেমিটেন্স যোদ্ধার পরিবার গুলোতে চলছে শোকের মাতম। সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে উল্লিখিত ৮ জন গত ১৫ দিনে মৃত্যুবরণ করেন। এদের মধ্যে ৬ জন করোনা ভাইরাসে ও ২ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির দলইকান্দী গ্রামের আবুল কালাম (৪০), ৮নং ঝিংগাবাড়ী ইউপির আগফৌদ নারাইনপুর গ্রামের মতিউর রহমান (৫০), ৯নং রাজাগঞ্জ ইউপির পারকুল গ্রামের ফখরুল ইসলাম (৪৮), ৬নং সদর ইউপির বিরদল ছোটফৌদ গ্রামের বদরুল ইসলাম (৪৫), ৮নং ঝিংগাবাড়ী ইউপির দর্জিমাটি গ্রামের আব্দুর রহমান চৌধুরী (৫৫), কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের আবুল খায়ের (৪৬), ৪নং সাতবাঁক ইউপির চরিপাড়া গ্রামের আব্দুল কাহির বাবুল (৩০), ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর গ্রামের কাওছার আহমদ (৫৫) সৌদি আরবে মৃত্যুবরণ করিয়াছেন। এদের কয়েকজনের লাশ সৌদিআরবে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়েছ আহমদ ও সাধারণ সম্পাদক এরশাদ আহমদ এক বিবৃতিতে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে সম্প্রতি করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃতদের রুহের মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবার গুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এশিয়াবিডি/কামরান/আলিম