করোনা: পুলিশের সাড়ে ৯ হাজার সদস্য আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের সাড়ে ৯ হাজার সদস্য। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি, ৫ হাজার ৫৩০ জন সদস্য।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ পরিসংখ্যান জানানো হয়।
পরিসংখ্যানে জানা যায়, বাহিনীটির মোট আক্রান্ত হওয়া সদস্য সংখ্যা ৯ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ২ হাজার ১৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন ৯ হাজার ৮৫ জন, আর আইসোলেশনে আছেন ৪ হাজার ১৬৯ জন সদস্য।
এআইজি মিডিয়া সোহেল রানা বলেন, করোনাভাইরাসের সম্মুখভাগে কাজ করে আসছে পুলিশ। এ কারণে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বেশি। তবে উন্নত চিকিৎসায় আক্রান্তরা দ্রুত সেরে উঠছেন।
সাইফুল্লাহ হাসান, ২৫-৬-২০২০. মোবাইলঃ ০১৭৭৭৯১৩৯৫২