জুড়ীতে একদিনে ১০ জন করোনায় আক্রান্ত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন করে ১০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।
আক্রান্ত ১০ জনের মধ্যে কাশিনগর গ্রামের ৫ জন, বেলাগাঁও গ্রামের ২, কাপনাপাহাড় গ্রামের ২ ও সাগরনাল গ্রামের ১জন ।
করোনা নিয়ন্ত্রন কমিটির সভাপতি জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক তথ্যটি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের নেতৃত্বে, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিয়জ্যোতি ঘোষ ও জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিতিতে, নতুন করে সনাক্ত কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করেছেন।
এশিয়াবিডি/এসএইচ/মারুফ