ইসলা‌মিক ফাউন্ডেশ‌নের সা‌বেক ডি‌জি শামীম আফজাল আর নেই

ইসলা‌মিক ফাউন্ডেশ‌নের সা‌বেক মহাপ‌রিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজাল মারা গে‌ছেন।  তি‌নি দীর্ঘ‌দিন দূরা‌রোগ‌্য ব‌্যাধি ক‌্যানসা‌রে ভুগ‌ছি‌লেন।

রাজধানীর মোহাম্মদপু‌রের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘট‌লে বৃহস্প‌তিবার (২৫ জুন) রাত ১০টার দি‌কে তা‌কে সেন্ট্রাল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।  এরপর ১০টা ২০ মি‌নি‌টে তি‌নি শেষ নিশ্বাস ত‌্যাগ ক‌রেন।

রা‌তে ইসলা‌মিক ফাউন্ডেশ‌নের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী এত‌থ‌্য নি‌শ্চিত ক‌রেন।

মৃত‌্যুকা‌লে শামীম মোহাম্মদ আফজালের বয়স হ‌য়ে‌ছিল ৬৫ বছর।  তি‌নি স্ত্রী ও এক মে‌য়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রে‌খে গেছেন।

এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ

আরও সংবাদ