মরিচের বস্তায় মিললো ৪০ হাজার ইয়াবা
কক্সবাজার রামুতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক ১ জন।
জান যায়, ২৫ জুন সন্ধ্যার দিকে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এক দল ডিবি পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজারে কাছের উপজেলা রামু থানাধীন চাকমারকুল ইউপিস্থ কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর শুকনো মরিচের ব্যাগের ভিতর করে ইয়াবা পাচারের সময় মহেশখালী থানর শাপলাপুর ইউপি অলি আহমদের বাড়ী বারইয়া পাড়ার ৮নং ওয়ার্ডের অলি আহমদের ছেলে রিয়াজ উদ্দিন(৩১) কে আটক করেন কক্সবাজারের ডিবি পুলিশের একটি দল।
এই বিষয়ে রামু থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানান।
এশিয়াবিডি/এসএইচ/সানী