কবিতাঃ ‘বেহিসাবি আমি’

বেহিসাবি আমি

শেখ মোহাম্মাদ আশরাফুল

 

একদিন খুব করে বকেছিলাম তোমাকে,
না একদিন না, অনেকদিন ই হবে।
আচ্ছা এটাকে বরং অনেকবার বলি।
অনেকবার তোমাকে খুব করে বকেছিলাম।

কারন গুলো ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু একই ছিল!
একটাই উদ্দেশ্য ছিল, তুমি যেনো ভালো থাকো।

চেয়েছিলাম আমি ছাড়াও যেনো, তোমার একটা আলাদা পরিচয় থাকে,
আমি ছাড়াও যেনো, এ পৃথিবীকে তোমার অপরিচিত না লাগে।

আজ সত্যিই আমি ছাড়া তোমার একটা পরিচয় হয়েছে,
আমি ছাড়াও পৃথিবীটা
তোমার কাছে আর অপরিচিত লাগছেনা।

খুব জানতে ইচ্ছে করে, কেমন আছো তুমি?
খুব জানতে ইচ্ছে করে, কতোটা জিতেছ তুমি?

কতবার বলতে, আমি ছাড়া নাকি দুই দুই যোগ করে,
চার বলতেও তোমার দ্বিধা লাগে,
আর সে তুমি আজ কত সুন্দর হিসেব করে,
অন্যের বুকে মাথা রেখে ঘুমাও।
আচ্ছা এ হিসেব টাতে কি কোন দ্বিধা ছিল না তোমার?

নিজের হিসেবে নাকি স্বার্থপরদের কোনো দ্বিধা থাকেনা।

আমার সব থেকে বড় ব্যর্থতা কি জানো?
পৃথিবীর সব থেকে স্বার্থপর
এই তোমাকে ঘৃনা করতে পারিনা।
যদি পারতাম, বেঁচে যেতাম।
হয়ত বেঁচে যেতো সকল বেহিসাবি প্রেমিকেরা।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ