আনোয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্সে ও আইসোলেশন সেন্টার পরিদর্শনে ভূমিমন্ত্রী

করোনা প্রাদুর্ভাবে রুগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যবস্থাপিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শনিবার (২৭ শে জুন) ১১ টায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনসহ ডাক্তারদের সাথে বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান সম্পর্কে মতবিনিময় করে আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, মহামারি করোনা প্রতিরোধে‌ আনোয়ারায় করোনা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেন্ট্রাল এসি ও অক্সিজেনের ব্যবস্থা করা হবে। এবং করোনা রোগীদের জন্য প্রতিষ্ঠাকৃত আইসোলেশন সেন্টার দ্রুত কার্যকর করা হবে । তাছাড়া আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০ শয্যার একটি কোভিড ডেডিকেটেড, আইসােলেশন ওয়ার্ড ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন সংক্রান্ত দিকনির্দেশনা ও তিনি প্রদান করেন।

পরিদর্শনকালে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমি মন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এশিয়াবিডি/এসএইচ/হৃদয়

আরও সংবাদ