ধোবাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
ময়মনসিংহের ধোবাউড়ায় পুটিমারী বাজার, ভেদীকুড়া ও গোসাইপুর গ্রামের ঘুর্ণিঝড় দুর্গত পরিবারগুলোকে সহায়তা প্রদান করেছেন জাতীয় সংসদের ময়মনসিংহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
শনিবারের আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিকভাবে খোঁজ-খবর নিয়ে, প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দেন তিনি। আজ বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ৩৪ বান টিন ও ১,০২,০০০ টাকা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক, পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান স্বপ্ন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগ প্রমুখ।
এশিয়াবিডি/কামরান/জাকারিয়া