জুড়ীতে নতুন ইউএনও‘র যোগদান, ফুল দিয়ে বরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আল-ইমরান রুহুল ইসলামকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় তাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও রঞ্জিতা শর্ম্মা, জুড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে , উপজেলার নতুন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম ইতোপূর্বে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

এশিয়াবিডি/এসএইচ/মারুফ

আরও সংবাদ