ছবিঃ মাকড়সার জালে শিকার
মাকড়সাটি জাল বেঁধেছে। অপেক্ষা শিকারের। অবশ্য জালেও আটকা পড়েছে শিকার। মাকড়সা এবার অনেক খুশি। এভাবেই জাল বেঁধে শিকার করে জীবন চলে মাকড়সার। ছবিটি ১ জুলাই ২০২০ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে ধারণ করা হয়েছে।