কবিতাঃ ‘একটি গ্রাম আর একজন মোজাহিদ ভাই’

একটি গ্রাম আর একজন মোজাহিদ ভাই

মোঃ তোফায়েল হোসেন

চঞ্চল এক দিনের অচঞ্চল এক প্রহরে
ভাবসমুদ্রের ভালোবাসায় ডুবে ডুবে
সুহৃদ মোজাহিদ ভাইয়ের প্রেমময় ঘ্রাণের সন্ধানে
আমি নগন্য অধম জগন্য কদমে
এ ভগ্নদেহ নিয়ে দাঁড়াই গিয়ে
তার জন্মভূমি ইসলামপুর মিয়ারকান্দি’র প্রাণে।
মুগ্ধতায় বিমূর্ত হয়ে থমকে রই
ছবিময় দৃশ্যের অপূর্ব বাঁকে।
এ কথা ভেবে হই দিশেহারা-
এমন সত্য প্রকাশক মোজাহিদ ভাইয়ের জন্য
এ গ্রামের জন্ম; নাকি এ গ্রামের জন্য তার জন্ম!

অনুপম দৃশ্যায়ন শ্যামলীর মতো পিঞ্জরে
উল্লাস করে উঠে জানিয়ে দেয়
এই তো আমার প্রিয় বাংলা!
এই তো আমার মনের জানালা!
এখানেই তো দিন দুপুরে রাতের নুপূরে
বহমান শীতল সমিরণ- সুদূর থেকে এসে
ছুঁয়ে যায় অস্তিত্বের অভিলাসী বাউল গান।

মায়াময় এ দেশের চিরায়ত সংগ্রামী ধারার মতো
এখানেও মসজিদের আজানের সুরে উঠে উত্থাল ঢেউ
আলোর দিশারী হয়ে ওঠা এখানের পাঠশালায়ও
কঁচি কন্ঠের সুরেলা ছন্দে- পাগল হয় কেউ কেউ!!

ঐতিহ্যের সুনিপুন চিহ্ন বহে বেড়ায় সম্মিলিত ঈদগাহ;
আবারও দেখায় আবারও শিখায় মনে করিয়ে দেয়-
আদিমতা নয়, চাই সম্প্রীতির পারদর্শিতা।
বিশাল খেলার মাঠে শিশুদের অস্থির দৌড়
কৈশোরের দূরন্তপনাকে স্মৃতির আড়াল থেকে
আয়নার মতো কিশোরীর চোখে প্রতিফলিত করে
আমাকে আমার পরিচয় আবারও জানিয়ে দেয়।

কী নেই- এই মায়ার ছায়ায় এক পা’য় দাঁড়িয়ে থাকা
মননের চিরবসন্তে সমৃদ্ধিশালী সুহৃদয়ের জন্মভিটায়!
তবুও থেকে যাওয়ার মতো করে রয়েই গেছে
অচেনা অথচ স্বীকৃত একটা স্মারকময় হাহাকার,
রয়ে গেছে জীবন যুদ্ধের পরিচিত পরাজয়,
প্রবাসী হয়ে সাময়িক বন্ধন ছিন্ন করার দুঃখ!

হাজার মাইল দূরে উত্তপ্ত মরুর অদূরে-
সংগ্রামী সুপ্রিয় মোজাহিদ ভাই ভালো থাকুন।
এখানে এ গ্রাম- আপনার জন্য কাঁদছে দেখে এলাম
এ কথায় কোন ভুল নয়- একশত সত্যি জানুন।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ