আ’লীগ নেতার পিতার মৃত্যুতে যুবলীগ নেতা অলিউর রহমানের শোক প্রকাশ
সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য অলিউর রহমান এবং যুক্তরাজ্য যুবলীগ নেতা খিজির আহমদের পিতা বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা আলহাজ্ব আসগর আলী আর নেই। মঙ্গলবার বিকেল ৪.২০ টায় তিনি মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ দেশ-বিদেশে অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, আলহাজ্ব আসগর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কৃতিসন্তান স্পেন প্রবাসী যুবলীগ নেতা অলিউর রহমান।
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্ত্রন্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এশিয়াবিডি/কামরান/তারেক