কবিতাঃ ও মেয়ে তোর
ও মেয়ে তোর
শেখ মোহাম্মাদ আশরাফুল (অরণ্য)
ও মেয়ে তোর কাজল হব
বাকা নয়নে,
ও মেয়ে তোর হাসি হব
মিশে থাকব গোপনে।
তুই হবি বউ আমার
আমি তোর বর,
ভালোবেসে ধরলে
এ হাত হব যাযাবর।
তুই আমার বাঁচার কারন
তুই আমার পরী,
তোর মাঝেই বেঁচে থাকি
তোর মাঝেই মরি।
ও মেয়ে তোর ঘুম হব,
বসব নয়নে,
ও মেয়ে তর স্বপ্ন হব,
আসব গোপনে।
তুই আমার গল্প
তুই কবিতা,
মনের মাঝে আঁকা আছে
তোর ছবিটা।
ও মেয়ে তুই প্রেম আমার
তুই ভালোবাসা।
ও মেয়ে তুই এক পৃথিবী
তুই স্বপ্ন আশা।
ও মেয়ে তোর কাজল হব
বাকা নয়নে,
ও মেয়ে তোর হাসি হব
মিশে থাকব গোপনে।
তুই হবি বউ আমার
আমি তোর বর,
ভালোবেসে ধরলে
এ হাত হব যাযাবর।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান