মৌলভীবাজারে করোনা রুগী সেবা পরিষদ ও ফ্রি এম্বুলেন্স সার্ভিসের উদ্ভোধন

মৌলভীবাজারে করোনা রোগী সেবা পরিষদ’ নামে একটি সংস্থার উদ্বোধন করা হয়েছে। সিলেট তথা বাংলাদেশের শীর্ষ বুজুরগ শায়খ মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর তত্ত্বাবধানে এ সংস্থার আত্মপ্রকাশ ঘটে। বলে যার জেলার করো না রোগীদের সেবা, মানুষের মধ্যে ভীতি দূরীকরণ, প্রয়োজনীয় ফ্রি এম্বুলেন্স সার্ভিস ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘করোনা রুগি সেবা পরিষদ মৌলভীবাজার’ নামে সংস্থা গঠন করা হয়েছে। বুধবার বিকালে এ সংস্থার ও ফ্রি এম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলামা পরিষদ মৌলভীবাজার এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, মৌলভীবাজার এর পৌর মেয়র জনাব ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার মডেল থানার ওসি জনাব জাহাঙ্গীর হুসাইন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র জনাব মীর এম এ সালাম, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার এর পরিচালক মাওলানা আহমদ বিলাল,
ইউপি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক হাফিজ মাহফুজুল ইসলাম প্রমুখ।
কারোনা রোগীর সেবা পরিষদ মৌলভীবাজার নামে এ সংস্থার শাখা জেলার সবকটি উপজেলায় গঠন করা হয়েছে। দেশবরেণ্য শায়খ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব নিজে উপস্থিত থেকে শাখাগুলো গঠন করেন। করো না রোগীদের সেবায় গঠন করা সংস্থা রোগীদের সেবায় স্বেচ্ছায় নিজেরা কার্যক্রম চালিয়ে যাবে। এজন্য প্রায় ২০ লক্ষ টাকা একটি অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়েছে। আক্রান্ত রোগীদের জন্য ফ্রি সার্ভিস দেয়া হবে। এছাড়াও কোন কোন আক্রান্ত রোগী মারা গেলে এ সংস্থার সদস্যরা গোসল কাফন দাফন কোন মহিলা ক্লান্ত হয়ে মারা গেলে মহিলা সদস্যদের দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ