কবিতাঃ ‘লুট’
লুট
মোঃ তোফায়েল হোসেন
লুট হয়ে গেছে তোমার মায়াবী চুমু
আমার ঠোঁটের আঙিনা থেকে আমার-ই অজান্তে।
যদি পার ফিরে এসো- উরুর পেশী ছুঁয়ে
উর্বর বুকের জমিতে ভালোবাসার বীজ বপন করে।
হয়তো আবার আসবে লুঠেরা লুটের নেশায়; তার আগে ফিরে এসো- সোনালি জোসনার চাদর ছুঁয়ে
রাতের দ্বি-প্রহরে।
লুট হয়ে গেছে তোমার মায়াবী চুমু
আমার চোখের পাতা থেকে আমার-ই অজান্তে।
যদি পার ফিরে এসো- ডান হাতের কনিষ্টা ছুঁয়ে
কাধের পেশীতে প্রেমের চারা রোপন করে।
হয়তো আবার আসবে লুঠেরা তোমার গন্ধের নেশায়; তার আগে ফিরে এসো- দূর আকাশের তারা হাতে
মেঘ ছুঁয়ে আমার শহরে।
লুট হয়ে গেছে তোমার মায়াবী চুমু
আমার নাকের ডগা থেকে আমার-ই অজান্তে।
যদি পার ফিরে এসো- বাবরি চুল ছুঁয়ে
কপালের উপত্যকায় ভেজা ঠোঁটের বৃষ্টি ঝরিয়ে।
হয়তো আবার আসবে লুঠেরা তোমার বৃষ্টির নেশায়; তার আগে ফিরে এসো- ভোরের আলো ছুঁয়ে
আমাদের সেই ছোঁয়াছুয়ির আসরে।
লুট হয়ে গেছে তোমার মায়াবী চুমু
আমার কানের লতি থেকে আমার-ই অজান্তে।
যদি পার ফিরে এসো- নাভীশ্বাস থামিয়া পাজর ছুঁয়ে থুতনিতে দাতের আছড় দিয়ে।
হয়তো আবার আসবে লুঠেরা তোমার আদরের নেশায়;
তার আগে ফিরে এসো- সকালের রোদ ছুঁয়ে
বসন্তের বাসন্তি রং মেখে এই অবসরে।
লুট হয়ে গেছে তোমার মায়াবী চুমু
দেহের প্রতিটা ভাঁজ থেকে আমার-ই অজান্তে।
যদি পার ফিরে এসো- শিহরনের ঢেউ ছুঁয়ে
সারাটা শরীরে নখের দাগ টেনে নকশা একে।
হয়তো আবার আসবে লুঠেরা নখের আছড়ের নেশায়;
তার আগে ফিরে এসো- ক্লান্ত দুপুরের ক্লান্তি ছুঁয়ে
হরিণীর পা’য় প্রেম অরণ্যের গভীরে।
লুট হয়ে গেছে তোমার মায়াবী চুমু
কলিজার সিন্দুক থেকে আমার-ই অজান্তে।
যদি পার ফিরে এসো- পড়ন্ত বিকেলের রংধনু ছুঁয়ে হৃদয়ের স্পন্দনে ভালোবাসার জন্ম দিয়ে।
হয়তো আবার আসবে লুঠেরা ভালোবাসার নেশায়;
তার আগে ফিরে এসো- সন্ধ্যাতারা আর ছায়াপথ ছুঁয়ে সেই আদিম নেশার বন্দরে।
লুট হয়ে গেছে তোমার মায়াবী চুমু
রক্তের লোহিত কণিকা থেকে আমার-ই অজান্তে।
যদি পার ফিরে এসো- অধরা সেই উষ্ণতা ছুঁয়ে
হরানো প্রেমের পৃথিবীসম মায়া নিয়ে।
হয়তো আবার আসবে লুঠেরা আদিম নেশায়;
তার আগে ফিরে এসো- আমার আহবানের ধ্বনি ছুঁয়ে আমাকে লুকাতে তোমার অন্তরে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান