আনোয়ারায় ইউপি সদস্যের করোনা জয়
চট্টগ্রামের আনোয়ারায় এবার করোনা জয় করলেন ১০নং হাইলধর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ২বারের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মেম্বার।
তার পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ ই জুন শারীরিক চিকিৎসার জন্য আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা করানো হয়। এর কয়েকদিন পরই ১৯ শে জুন তার নমুনা কভিড পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর ২দিন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে গত ২১ শে জুন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। জেনারেল হাসপাতালে ১২ দিন অবস্থান করার পর সুস্থতা অনুভব করলে তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়। এবং গত কাল তার ২য় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
এই বিষয়ে আব্দুল গফুর বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। আমার পরিবার আত্মীয়-স্বজনরা সব সময় খবরাখবর নিয়ে সাহস যোগিয়েছে। এবং আমার বন্ধু-বান্ধব সব সময় দেখা সাক্ষাৎ করে মনোবল বৃৃদ্ধি করেছে। বিশেষ করে ধন্যবাদ জানায় আমার সহধর্মিণিকে এই অবস্থার মধ্যে ও রাত-দিন আমার পাশে থেকে সেবা করার জন্য। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ভূমি মন্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,মন্ত্রির একান্ত সহকারি রিদুয়ানুল করিম সায়েম এবং চমেক প্রফেসার ডাঃ নাছির উদ্দীনের প্রতি।
উল্লেখ্য যে, তার পরিবারের সকল সদস্যের নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে তার সেঝো ছেলে সিফাত(২০) ছাড়া বাকিদের করোনা নেগেটিভ আসে। এবং সে নিজ ঘরে চিকিৎসাধীন থাকার পর ২য় নমুনা পরীক্ষায় তার ফলাফল ও নেগেটিভ আসে।
এশিয়াবিডি/কামরান/জাহিদ