জুড়ীতে নতুন ১ জন করোনায় আক্রান্ত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন করে ১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

রবিবার (১২ জুলাই ) নতুন আক্রান্ত হওয়া ব্যক্তি ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আক্রান্ত দুজনের বাড়ি লকডাউন এর ব্যবস্থা করা হয়েছে।

এ নিয়ে উপজেলায় মোট ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৪৮ জন।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ