আনোয়ারায় থানা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর ঘোষিত “মুজিব বর্ষের আহবান,তিনটি করে গাছ লাগান।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং মুজিব শতবর্ষে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারায় থানা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) থানার কম্পাউন্ডে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপন করার মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, থানা তদন্ত অফিসার এস এম দিদারুল ইসলাম, সাব ইন্সপেক্টর শামসুজ্জামান, এএসআই রেজাউল করিম মামুন, এএসআই ইমরান হোসেন সহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশে কাজ করতে হলে প্রথমত একটি সবুজ পরিবেশ দরকার। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অতিব জরুরী। যার জন্য থানার সমস্ত পুলিশ কর্মীদের সহযোগিতায় সুস্থ সমাজ ও পরিবেশ গঠনের উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছি। আগামী দিনে স্থানীয় মানুষজনদের সহযোগিতায় সমগ্র আনোয়ারা থানা জুড়ে এমন কর্মসূচি চালানো হবে।
এশিয়াবিডি/কামরান/হৃদয়

