কবিতাঃ ‘আক্ষেপ’

আক্ষেপ

তনিমা ইসলাম তন্নি

আজ একি মানচিত্রে ভাগাভাগি দুটি দেশ,
একদলকে ছোঁয়েছে মহামারি,
অন্যদল ভয়ে ভয়ে চুপসে আছে বেশ।
আবার মধ্যবিত্তের জীবনের রেশ,
হয়ত বাকি আছে কিছু,
যা অচিরেই হয়ে যাবে শেষ।
আমারো হয়েছে অসুখ,
আমাকে স্পর্শ করেছে মহামারি,
একটা আবদ্ধ ঘরে শুয়ে, শুয়ে
প্রতিনিয়ত শুনে যাচ্ছি স্বপ্নগুলোর আহাজারি।
কি জানি কখন টানবে জীবনের ইতি,
আমার স্বপ্নগুলো সর্বশেষে হয়ে যাবে স্মৃতি।
বাবার কথা মনে পড়ছে খুব,
দেখতে ইচ্ছে করছে মায়ের মুখখানি,
যদি এবার বেঁচে ফিরি,
তবে সোজা ফিরবো আমি বাড়ি,
তোমার কোলে মাথা রেখে
শোনাবো তোমায় আবার বেঁচে ফিরার কাহিনী।
মাগো,
মনে পড়ছে আমার গোলাপ গাছটার কথা,
যদি আমি নাই ফিরি মা,
আমার শখের গাছটাই পানি দিয়ো,
খুঁজে নিও তখন,
আমি গোলাপ হয়ে আসবো ফিরে ঠিক সকালে,
আমায় ফুলদানিতে সাজিয়ো তোমার,
মনের মতোন রোজ বিকেলে ।
আজ আমি অন্ধ ঘরে বন্ধী,
দিন পনেরো আগে আমার বৃষ্টির সাথে
শেষ হয়েছে সন্ধী।
আমার আকাশ দেখার কারণ,
আমার ভালোবাসা বারণ,
আমার অনুভূতি নিঃশেষ,
গলায় আঁকড়ে আছে কাঁটা,
যার বেঁচে উঠা,এই বুজি শেষ।
যার ফুসফুসে করোনার ঘায়াল,
যে ফুরলেই কেবল ফোরাবে সব জঞ্জাল।
মৃত্যু অবধি এ খেলা যাবে গোপনে, গোপনে,
দিন ফুরলে যার ভালোবাসা রয়ে যাবে শুধু মনে, মনে।
আজ দ্বিপ্রহরের কড়া রোদ আমার,
যার উত্তাপে ভেঙে-ছুঁড়ে আমি একাকার।
দিন শেষে আজ বাঁচতে ইচ্ছে করে আমার,
আমার ঈশান -কোণে জমে গেছে মেঘ,
শুধু মাত্র আর কিছুদিন বেঁচে থাকার আশায়,
মোর আর কিছুক্ষণ বেঁচে থাকার আক্ষেপ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ