রাজনগরে শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষ রুপন কর্মসূচীর উদ্বোধন
মৌলভীবাজারের রাজনগরে শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষ রুপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার রাজনগর মডেল পৌর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় শ্রমিক লীগ রাজনগর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ নান্নু আহমেদ এর সার্বিক সহযোগীতায় রোপন কর্মসুচিতে উপস্হিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলার আসাদ হোসেন মককু, সাধারন-সম্পাদকো আলহাজ্ব জাকারিয়া আহমেদ, সহ-সভাপতি কায়েছ আহমেদ, সহ-সম্পাদক হাসান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সামছুদ্দোহা রুকন, রাজনগর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ শওকতুজ্জামান, মৌলভীবাজার পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মোবারক খান আলমগীর প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান