নিজ উদ্যোগে ছাত্রলীগ কর্মীর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ছাত্রলীগ কর্মী ফজলুল করীম তাজিমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির পাশের গ্রামীণ সড়ক ও তার নিজ জমির উপর বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এসময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ফজলুল করীম তাজিম জানান, “মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে নিজ উদ্যোগে রাজনগর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আমার এই বৃক্ষরোপণ কার্যকম। বিশ্বে আজ প্রকৃতি হুমকির মুখে। বেশি বেশি করে গাছ লাগালে প্রকৃতির হারিয়ে যাওয়া চেনা রূপ আবার ফিরে আসবে। শুধু ছাত্রলীগ নয়। আমাদের সবার উচিত বেচে থাকার জন্য কম হলেও তিনটি করে গাছ লাগানো।

এশিয়াবিডি/ডেস্ক/কেকে
আরও সংবাদ