বিটিবি’র সাবেক নির্বাহী প্রযোজক আহসান হাবিব কুহিনুর আর নেই

বাংলাদেশ টেলিভিশন এর অবসর প্রাপ্ত নির্বাহী প্রযোজক সিলেটের কানাইঘাটের কৃতি সন্তান, কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর বড় বাড়ী নিবাসী মরহুম হাবিবুর রহমান চৌধুরীর ১ম পুত্র আহসান হাবিব কুহিনুর গতকাল রবিবার (১৯ জুলাই) রাত ৩টা ২০ মিনিটে ঢাকাস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লা……রাজিউন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ৩ ভাই, ২ বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। আজ সোমবার বাদ জোহর মগবাজারস্থ জহুরা টাওয়ার প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে কানাইঘাটের কৃতি সন্তান বিটিবি’র সাবেক নির্বাহী প্রযোজক আহসান হাবিব কুহিনুরের মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রুহিন ও কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম। তারা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এশিয়াবিডি/কামরান/আলিম

আরও সংবাদ