একদিন পর নদী থেকে কিশোরির ভাসমান লাশ উদ্ধার
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় নিখোঁজের একদিন(রোববার) পর সোমবার (২০ জুলাই) ফাহমিদা (১২) নামক এক কিশোরির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার উপজেলার কামারচাক ইউপির লাঘাটা নদীতে তার লাশ ভেসে উঠে। নিহত কিশোরি কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের ছালিক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কুতুব মিয়ার বাড়িতে বেড়াতে আসে নিহত কিশোরি ফাহমিদা। ১৯ জুলাই রোববার বেলা আনুমানিক ১২টায় সে লাঘাটা নদীতে পড়ে নিখোঁজ হয়। কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনগর থানা পুলিশের তৎপরতায় ফায়ার সার্ভিসের একটি দল এবং সিলেট থেকে ডুবুরি নামিয়ে ফাহমিদাকে উদ্ধারে ব্যর্থ হন। সোমবার সকাল আনুমানিক ১০টা নাগাদ লঘাটা নদীতে ফাহমিদার লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে কুতুব মিয়ার বাড়িতে নিয়ে আসেন। কামারচাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার শেখ মো. গিয়াস উদ্দিন বেলা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। তার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে পারলে লাশ পরিবারকে দেয়া হবে।
এশিয়াবিডি/কামরান/ফুয়াদ