প্রকাস কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কানাইঘাট প্রেসক্লাবে চেয়ার প্রদান
প্রকাস কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে ১০টি চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ২টায় কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে উক্ত চেয়ারগুলো তুলে দেন প্রকাস কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধিরা।
এসময় প্রকাস কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ হাবিব আহমদের সভাপতিত্বে ও হাফিজ রিয়াজ উদ্দিনের পরিচালনায় ট্রাস্ট কার্যালয়ে চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকাস কল্যাণ ট্রাস্টের এমডি মুফতি ইবাদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রকাস কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি মৌলভী আহমদ হুসাইন, মাওলানা জাকারিয়া আল হেলাল, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফিজ ফরিদ আহমদ, হাফিজ করিম উল্লাহ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রুহিন, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদির মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, প্রচার সম্পাদক মিহাদুর রহমান জুয়েল, সদস্য বাহার হোসেন সাকিব প্রমূখ।
এসময় প্রকাস কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১০টি চেয়ার প্রদান করায় উক্ত সামাজিক জনকল্যাণমূলক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এশিয়াবিডি/কামরান/আলিম