রাজনগরে বাংলাদেশ মাদক নির্মুল ক্লাবের কমিটি গঠন
দেশে দিন দিন মাদক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই “মাদক প্রতিরোধে জাগো” স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ মাদক নির্মুল ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজনগরে বাংলাদেশ মাদক নির্মুল ক্লাবের সভাপতি ফয়েজ আহমদ শাহিন ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এসময় কমিটি গঠনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম এবং রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, আমাদের এই ক্লাব গঠনের লক্ষ্য হচ্ছে যারা মাদকের মতো বাজে নেশায় জড়িত আছে তাদেরকে এই খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা। এজন্য রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম ভাই আমাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। রাজনগরকে মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে আমরা সব সময় উনার পাশে থেকে কাজ করবো।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান