আনোয়ারায় বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত( ৯ জুলাই) কেন্দ্রীয় কমিটির নির্দেশে বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫-শে জুলাই) সংগঠনের এক বিবৃতি তে বোরহানুল ইসলাম (রিপন) কে আহ্বায়ক করে আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন,শাকিল, রবিউল হক,আনিসুর রহমান,শাহ জাহান,আনছার মিয়া,নাসিরুদ্দিন, আলমগীর,আরফাতুল ইসলাম, শাওনুর রশিদ, জিয়াউল হোসেন,জাহিদুল ইসলাম,সাইফুদ্দিন এবং আক্তার হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আব্দুর রহমান (ইদু) জানান, কেন্দ্রের নির্দেশে অত্র সংগঠনের উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এক মাসের মধ্যেই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এই বিষয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বোরহানুল ইসলাম (রিপন) বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অভিভাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,মন্ত্রির একান্ত সহকারি রিদুয়ানুল করিম সায়েম এর প্রতি এবং আমাকে আহ্বায়ক মনোনীত করায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানায় এবং ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় অতিশীঘ্রই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক সংগঠন কে ইউনিয়ন,ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত করা হবে।

এশিয়াবিডি/কামরান/জাহিদ

আরও সংবাদ