কবিতাঃ ‘অজানা স্বপ্ন’

অজানা স্বপ্ন

শেখ মোজাহিদুল ইসলাম

কেন তোমায় বারবার মনে পড়ে
কি এমন যাদু করেছো তুমি যে মনে পড়ে বারবার?
উষ্ণ আওয়াজ শুনতে পাই কানে
তুমি হেটে যাও আমার পাশ দিয়ে যা আমি শুনতে পাই।
কে তুমি কি তোমার পরিচয়?
অজান্তে কেন বারবার উকি দিয়ে পাগল করে নিতে চাও?
জানি নেই তোমার পরিচয় তবুও তোমায় মনে পড়ে বারবার!
মনে হচ্ছে তোমার সাথে তোমার হাত ধরেই হেটে যাচ্ছি আরব সাগর পাড়ে।

কিন্তু কে তুমি নেই কোনো পরিচয়!
সাগরের উত্তাল ঢেউ দেখে প্রেম নিয়ে ভাবি নিজেকে বলি শান্ত হও তুমি
তুমি কি আমার সেই অজনা স্বপ্নের রানী না অন্য কেউ?
কাছাকাছি এসো দেখি তোমার মুখ, এসো প্রাণ জুড়িয়ে কথা বলি
দূর করি সারা দিনের ক্লান্তি। তুমি কি পারবে?
মন চায় স্নানে জ্বল ছিটিয়ে দিতে; কিন্তু কে তুমি কি তোমার পরিচয়।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ