আনোয়ারায় ১ হাজার পিছ ইয়াবাসহ আটক ১
আনোয়ারায় ১ হাজার পিছ ইয়াবাসহ নুরুল হোসাইন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ ।
সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের কালা বিবির দিঘির মোড়ের শাহে মদিনা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল হোসাইন বাঁশখালী উপজেলার চাঁপাছড়ি গ্রামের আম্বিয়ার বাপের বাড়ির পেচু মিয়ার ছেলে বলে জানা যায়।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরুল হোসাইনকে কালা বিবি দিঘির মোড় হতে হাতে নাতে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়।
এশিয়াবিডি/কেকে/জাহিদ

