আনোয়ারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় অপরিষ্কার নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পন্য তৈরি করায় এক বেকারিতে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।

আজ মঙ্গলবার (২৮-শে জুলাই) উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অবস্থিত নিউ ঢাকা বেকারিতে উপজেলার সহকারি ভূমি কমিশনার তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অভিজান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারি ভূমি কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পন্য তৈরির অপরাধে বেকারির মালিক কে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে এনে নতুনভাবে উৎপাদনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এশিয়াবিডি/কেকে/জাহিদ
আরও সংবাদ