কবিতাঃ ‘মৃত্যু হোক’

মৃত্যু হোক

তনিমা ইসলাম তন্নি

হোক তবে হোক,
আরো একবার বৃষ্টি নামুক,
মনের ঘরটা বন্যায় ভাসুক,
ভালেবাসায় অসুখ আসুক।
প্রিয় বসন্ততে আগুন লাগুক,
দু-চোখ এবার ঘুমকে ডাকুক।
যে কষ্ট নষ্ট হলো শুরু থেকে,
সে কষ্ট মরে গেলো মনের ঘরে।

সেই ঘরে প্রলয় হোক,
তুফান হয়ে ভাসতে থাকুক ।
চাবুকের স্পর্শে জর্জরিত হৃদয়টাকে,
নির্বাসনে পাঠানো হোক।
অভিমানী হাসি, এবার তবে ফুরাক,
ফুরিয়ে যাক ডাহুক পাখির ডাক।
বেদুইন হয়ে যাই,
রুপকথার মিশে যাই,
সর্বশেষ ঠিকানায়।

চলে যাই,
চলে গিয়ে পরিত্তান পেতে চাই,
আলো বিহীন আঁধার ঘর মোরে,
চুপি চুপি ডেকে যায়।
নির্লিপ্ত হয়ে যায় মায়াতলে,
হারিয়ে যাই স্রষ্টার সৃষ্টির অসীম ছায়াতলে।
দু’হাত তুলে চাইতে চাই,
চির নিদ্রায় যেতে চাই।

বিলুপ্ত হতে চাই কালজয়ী সব প্রাণীর মতোই,
ছাতক পাখির চোখের মতোই,
অপেক্ষাতে থাকতে চাই।
জন্ম দিয়ে যে জীবন শুরু,
মৃত্যু তে তা শান্ত হোক,
ভালোবাসা মিথ্যে হোক।
সব কিছুই ছাড়তে চাই,
মৃত্যু তোমায় এবার আমি,
আমার কাছে পেতেই চাই।

ক্ষনিকের বরসায় যেই যাত্রা শুরু,
তাতেই এবার সমাপ্তি হোক।
আমার শেষ জীবনের ইতি হোক।
ভোরের তরী চড়ে মৃত্যু আসুক,
সব সম্পর্কের নষ্ট হোক,
তবে তাই হোক,
অপেক্ষারা ক্লান্ত হোক,
প্রিয় চোখেরা কাছে আসুক,
এসে একটু পাশে বসুক।
দু চোখ জুড়ে সবার তখন,
আবার একটু বৃষ্টি হোক,
আমার তবে মৃত্যু হোক।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ