৭০০ পরিবার ও ৪টি এতিমখানায় কোরবানীর গোস্ত বিতরণ

প্রতি বছরের ন্যায় এ বছরও ৫ম বারের মতো পবিত্র ঈদুল আদ্বহায় মৌলভীবাজারে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৭০০ গরীব অসহায় পরিবার ও ৪ টি এতিমখানায় কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

ট্রাস্টের সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু ও ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব মো. দিলদার হোসেনের ব্যবস্থাপনায় এবং প্রবাসীদের সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

শনিবার (১ আগস্ট) ঈদের দিন ট্রাস্টের সকল দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে মৌলভীবাজারের উত্তর মুলাইম দিলাদার হোসেনের বাড়ী এবং বিরইমাবাদ হাফিয আলাউর রহমান টিপু’র বাড়িতে কোরবানীর কাজ সম্পন্ন করা হয়।

বর্তমান করোনা পরিস্থিতির কারনে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধিমেনে কোরবানীর গোস্ত প্রায় ৭০০ পরিবার ও ৪টি এতিমখানায় সু-শৃঙ্খল ভাবে বন্টন করা হয়।

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন, ট্রাস্টের সহ সভাপতি মো. মোস্তফা আহমদ, জাকির আহমেদ জবলু, ত্রান বিষয়ক সম্পাদক রাজু আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম ও মো. নুরুল ইসলাম সহ প্রমুখ।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন 

আরও সংবাদ